WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

Sunday, February 17, 2013


দিগন্ত ছাড়লেন হেড অব নিউজ মারুফ
নান্দাইল নিউজ ডেক্স :
 দিগন্ত টেলিভিশন ছাড়লেন হেড অব নিউজ আহসান উদ-দৌলা মারুফ১৬ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেছেন

কেন পদত্যাগ করলেন জানতে চাইলে মারুফ  বলেন, “আমি কোনো ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেইনিআমি পেশাদার একজন সাংবাদিকআমি কোনো রাজনৈতিক দলের সমর্থক ও মতাদর্শে বিশ্বাসী নইদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মতাদর্শে বিশ্বাসী ব্যক্তির মালিকানাধীন টেলিভিশন চ্যানেলে আমি কাজ করেছিপ্রায় ২৮ বছরের সাংবাদিকতার জীবনে পেশাদারিত্ব বজায় রাখতে আমি সব সময় সচেষ্ট থেকেছিআর এ জন্য আমি সাংবাদিক ইউনিয়ন, এমনকি কোনো সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত নইআমি যখন যেখানে কাজ করি- তখন তাদের সম্পাদকীয় নীতিমালা মাথায় রেখে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রেখে নিজের মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে কাজ করি

আহসান উদ-দৌলা মারুফ আরো বলেন, “দেশের চলমান রাজনীতি আমার কাজে কখনই প্রভাব ফেলতে পারে নাআমি বিশ্বাস করি- সংবাদ প্রচারের ক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনাই মুখ্য- পেছনের কারণ বা ভবিষ্যত নিয়ে এখানে ভাববার কোনো অবকাশ নেইআর যেকোনো কারণেই হোক- এর ব্যত্যয় ঘটলে আমি আর কাজ করতে পারি না

দিগন্ত টিভির শুরুতে, ২০০৭ সালের জুলাই মাসে আহসান উদ-দৌলা মারুফ চিফ নিউজ এডিটর হিসেবে যোগ দেন২০০৮ সালের অক্টোবরে তিনি দিগন্ত ছেড়ে দেনহেড অব নিউজ হিসেবে  ২০১১ সালের ১ ডিসেম্বর আবার দিগন্ত টিভিতে ফিরে আসেন

আহসান উদ-দৌলা মারুফের সাংবাদিকতা শুরু দৈনিক ইত্তেফাকেএরপর কাজ করেছেন ইনকিলাব ও যুগান্তরেইলেকট্রনিক মিডিয়ায় যান ২০০১ সালেএটিএন বাংলায় তিনি যোগ দেন সিনিয়র সাংবাদিক হিসেবেসেখানে খবরও পড়তেন তিনি

এরপর মারুফ শুরু থেকেই আরটিভির বার্তা সম্পাদক হিসেবে কাজ করেনসেখান থেকে সিএনই হিসেবে যোগ দেন দিগন্ত টিভিতেপ্রথমবার দিগন্ত ছাড়ার পর যোগ দেন আরটিভিতে, সিএনই হিসেবেএক বছর পর আরটিভি ছেড়ে মোহনা টিভির বার্তা বিভাগের দায়িত্ব নেনসেখানে তিনি বেশিদিন থাকেননিউল্লেখ্য, মারুফের পিতা প্রখ্যাত সাংবাদিক দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী ও বার্তা সম্পাদক মরহুম আসফ উদ-দৌলা রেজা
(সূত্র - নতুন বার্তা )

No comments:

Post a Comment