দিগন্ত ছাড়লেন হেড অব নিউজ মারুফ
নান্দাইল নিউজ ডেক্স :
দিগন্ত টেলিভিশন ছাড়লেন হেড অব নিউজ আহসান উদ-দৌলা মারুফ। ১৬ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেছেন।

আহসান উদ-দৌলা মারুফ আরো বলেন, “দেশের চলমান রাজনীতি আমার কাজে কখনই প্রভাব ফেলতে পারে না। আমি বিশ্বাস করি- সংবাদ প্রচারের ক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনাই মুখ্য- পেছনের কারণ
বা ভবিষ্যত নিয়ে এখানে ভাববার কোনো অবকাশ নেই। আর যেকোনো কারণেই হোক- এর ব্যত্যয় ঘটলে আমি আর কাজ করতে পারি না।”
দিগন্ত টিভির শুরুতে, ২০০৭ সালের জুলাই মাসে আহসান উদ-দৌলা মারুফ চিফ নিউজ এডিটর হিসেবে
যোগ দেন।২০০৮ সালের অক্টোবরে তিনি দিগন্ত ছেড়ে দেন। হেড অব নিউজ হিসেবে ২০১১ সালের ১ ডিসেম্বর
আবার দিগন্ত টিভিতে ফিরে আসেন।
আহসান উদ-দৌলা মারুফের সাংবাদিকতা শুরু দৈনিক
ইত্তেফাকে।
এরপর কাজ করেছেন ইনকিলাব ও যুগান্তরে। ইলেকট্রনিক মিডিয়ায় যান ২০০১ সালে। এটিএন বাংলায় তিনি
যোগ দেন সিনিয়র সাংবাদিক হিসেবে। সেখানে খবরও পড়তেন
তিনি।
এরপর মারুফ শুরু থেকেই আরটিভি’র বার্তা সম্পাদক হিসেবে কাজ করেন। সেখান থেকে সিএনই হিসেবে
যোগ দেন দিগন্ত টিভিতে। প্রথমবার দিগন্ত ছাড়ার পর যোগ দেন আরটিভিতে,
সিএনই হিসেবে। এক বছর পর আরটিভি ছেড়ে
মোহনা টিভির বার্তা বিভাগের দায়িত্ব নেন। সেখানে তিনি বেশিদিন
থাকেননি। উল্লেখ্য, মারুফের পিতা প্রখ্যাত
সাংবাদিক দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী ও বার্তা সম্পাদক মরহুম আসফ উদ-দৌলা রেজা।
(সূত্র - নতুন বার্তা )
No comments:
Post a Comment