WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

Thursday, May 9, 2013


শিগগিরই বাজারে আসছে আলোকিত বাংলাদেশ

নান্দাইল নিউজ ডেস্ক :
 শিগগিরই বাজারে আসছে আরো একটি বাংলা দৈনিক বেসরকারি সংস্থা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক কাজী রফিকুল আলমের সম্পাদনায় দৈনিক আলোকিত বাংলাদেশ নামে এ পত্রিকায় যুগান্তরের বার্তা সম্পাদক মাহমুদ আনোয়ার যোগ দিয়েছেন যুগ্ম সম্পাদক হিসেবে

পত্রিকাটি বাজারে আসার সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে বলে পত্রিকাটিতে যোগ দেয়া একাধিক সাংবাদিক জানিয়েছেন

গত ডিসেম্বর থেকে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়াও শেষ হয়েছে প্রায় ৯০ শতাংশযুগান্তরের বিশেষ প্রতিনিধি হোসাইন জাকির পত্রিকাটিতে প্রধান প্রতিবেদক এবং প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম মন্টু বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেনইতিমধ্যে ৩০ জন রিপোর্টার যোগ দিয়েছেন বলে জানা গেছে

দৈনিক সকালের খবরের তারিক উল ইসলাম যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেনএখনো বার্তা সম্পাদক হিসেবে  যোগ দেননিতবে যুগ্ম সম্পাদক মাহমুদ আনোয়ার নিজেই আপাতত বার্তা সম্পাদকের কাজ চালিয়ে নেবেন বলে পত্রিকার সংশ্লিষ্টরা জানিয়েছেন

এ ছাড়াও পত্রিকাটিতে বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি শাহনেওয়াজ করিম ও নয়া দিগন্তের ফজলুল হক শাওনসিনিয়র রিপোর্টার হিসেবে যোগ দিয়েছেন দৈনিক সকালের খবরের উবায়দুল্লাহ বাদল, যুগান্তরের হাসান আজাদ, আমার দেশের রিয়াজ চৌধুরী ও নেসারউদ্দিন আহমদ, দৈনিক ডেসটিনির নাঈম উল করিম, শফিক কলিম ও আজিজুল ইসলাম মামুন, বাংলাদেশ প্রতিদিনের আলমগীর হোসেন ও মানবজমিনের হাসান শাফিঈস্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছেন যায়যায়দিনের মিজান রহমান ও মাহবুব মাসুম, ভোরের কাগজের রিয়াজ উদ্দিন, মানবকণ্ঠের জুবায়ের চৌধুরী ও আফরোজা নাজনীন, আমাদের সময়ের সাজ্জাদ মাহমুদ খান, যুগান্তরের দীপক দেব ও নিপু বড়য়া, শফিক বাশার, জোবায়দা শারমীন, হামিদ সাব্বির, এস এম মাহবুবুর রহমান, জাহিদুল ইসলাম  ও ডেসটিনির সাজিদা ইসলাম পারুল

পত্রিকার অফিস করা হয়েছে রাজধানীর পান্থপথেসংশ্লিষ্টরা জানিয়েছেন ১৬ পৃষ্ঠার এ পত্রিকার দাম হবে ৫ টাকামার্চ মাসে পত্রিকাটি বাজারে আসার জন্য প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব না হওয়ায় চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বাজারে আসতে পারে

Friday, May 3, 2013



এশিয়ান টিভিতে শাহ আলমগীর
নিজস্ব প্রতিবেদক, নান্দাইল নিউজ ডেক্স :
অবশেষে এশিয়ান টিভিতে যোগ দিতে যাচ্ছেন দেশের সিনিয়র সাংবাদিক শাহ আলমগীরচ্যানলটিতে প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগ দিতে যাচ্ছেন তিনিএরইমধ্যে তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান টিভি সংশ্লিষ্ট একটি সূত্র

এশিয়ান টিভি কর্তৃপক্ষ খুব শিগগিরই প্রচারসূচিতে সংবাদ যুক্ত করতে যাচ্ছেএরইমধ্যে চ্যানেলটিতে বার্তা প্রধান হিসেবে যোগ দিয়েছেন নাজমুল আশরাফবার্তা বিভাগকে আরও পূর্ণাঙ্গরূপ দিতে কর্তৃপক্ষ শাহ আলমগীরকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেবার বিষয়টি নিশ্চিত করেছেন

সংবাদিক হিসেবে শাহ আলমগীরের খ্যাতির পাশাপাশি সরকারের উর্ধতনমহলেও তার বিশেষ যোগাযোগ রয়েছেধারণা করা হচ্ছে-এ দুটি বিষয় বিবেচনায় রেখেই তাকে এশিয়ান কর্তৃপক্ষ পেতে চাইছে

এশিয়ান টিভি সংশ্লিষ্ট একটি সূত্র নতুনবার্তা ডটকম-কে জানায়, এরইমধ্যে শাহ আলমগীরের হাতে নিয়োগপত্র দেয়া হয়েছেমে মাসের শুরুতেই চ্যানেলটিতে তার যোগ দেবার কথা রয়েছে

শাহ আলমগীর এর আগে মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান ছিলেনমূলত তার হাত ধরেই যাত্রা শুরু করেছিল চ্যানেলটির বার্তা বিভাগকিন্তু চ্যানলটির একজন সিনিয়র কর্মকর্তার সাথে মতবিরোধের কারণে তিনি বেরিয়ে আসেনএরপর কয়েক মাসের বিরতি শেষে যোগ দিতে যাচ্ছেন এশিয়ান টিভিতে

Saturday, March 2, 2013


প্রথম আলোর ২৪ প্রতিনিধি চাকরিচ্যুত
নান্দাইল নিউজ ডেক্ম :
দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর ২৪জন প্রতিনিধিকে চাকরিচ্যুত করা হয়েছেএদের মধ্যে চারজন জেলা প্রতিনিধি এবং ২০জন উপজেলা প্রতিনিধিতবে কী কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে, তা জানা যায়নি

নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোর একজন কর্মকর্তা জানিয়েছেন, যে চারটি জেলার প্রতিনিধিকে চাকরিচ্যুত করা হয়েছে, তারা হলেন হবিগঞ্জের হাফিজুর রহমান, খাগড়াছড়ির সৈতক দেওয়ান, জামালপুরের মোস্তফা মনজু এবং মেহেরপুরের তুহিন অরণ্য

চাকরিচ্যুত উপজেলা প্রতিনিধিরা হলেন আতিকুর রহমান (দেবীদ্বার), আবু ইউসুফ (পরশুরাম), পংকজ কান্তি গোপ (বাহুবল), রতন কান্তি দে(উখিয়া), জসীম মাহমুদ (চাটখিল), এনামুল হক (ফুলপুর), মোশাহেদ মিয়া (বানিয়াচং), আবদুল মান্নান (চাটমোহর), সুজন হাজারী (পাচবিবি),শিপন খান (বালাগঞ্জ), সোহেল মহসিন (মির্জাপুর), আবুল কালাম (শাহরাস্তি), মনিরুল ইসলাম (বাঞ্ছারামপুর), সিরাজুল সালেহীন (কটিয়াদি), খন্দকার আসাদুজ্জামান (পাকুন্দিয়া), আবু বকর সিদ্দিক (শ্রীপুর), আজিজার রহমান (ক্ষেতলাল), এম কে মানিক পাঠান (ফরিদগঞ্জ), শেখ আবদুল হান্নান (সোনাগাজী), মীর আসলাম (রাউজান)
(সূত্র - নতুন বার্তা)

Tuesday, February 26, 2013


এটিএন বাংলার শফিকুলের হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
নান্দাইলনিউজ ডেক্স :
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার জ্যেষ্ঠ ক্যামেরাম্যান শফিকুল ইসলাম ওরফে মিঠু (৪০) হত্যা মামলার রায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালতআজ মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান এ আদেশ দেন
মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি হলেনমো. সুজন, মো. রতন ও মো. রাজু

২০১০ সালের ৯ মে সকাল ১০টার দিকে তুরাগ থানার রোস্তমপুর বেড়িবাঁধ সড়কের পাশের ঢাল থেকে মিঠুর লাশ উদ্ধার করা হয়এ ঘটনায় মিঠুর ভাই রহমতুল ইসলাম তুরাগ থানায় একটি হত্যা মামলা করেন
মামলায় ওই বছরের ৩১ অক্টোবর চারজনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয়২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেনতবে আসামি রাহাত কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে আদালতকে জানানো হয়েছেএটিএন বাংলা থেকে জানানো হয়, শফিকুলের বাবার নাম সিরাজুল ইসলামতাঁদের বাসা ১৫৩২/এ কাওলা মধ্যপাড়ায়শফিকুল ২০০৫ সাল থেকে এটিএনে কর্মরত ছিলেনএর আগে তিনি বিটিভিতে কাজ করতেন
(সূত্র- প্রথম আলো)