শিগগিরই বাজারে আসছে ‘আলোকিত বাংলাদেশ’
■ নান্দাইল
নিউজ ডেস্ক :
শিগগিরই বাজারে আসছে
আরো একটি বাংলা দৈনিক । বেসরকারি সংস্থা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক কাজী রফিকুল আলমের সম্পাদনায়
‘দৈনিক আলোকিত বাংলাদেশ’ নামে এ পত্রিকায় যুগান্তরের বার্তা সম্পাদক মাহমুদ আনোয়ার যোগ দিয়েছেন যুগ্ম সম্পাদক
হিসেবে।
পত্রিকাটি বাজারে আসার সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে বলে
পত্রিকাটিতে যোগ দেয়া একাধিক সাংবাদিক জানিয়েছেন।
গত ডিসেম্বর থেকে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়াও শেষ হয়েছে প্রায়
৯০ শতাংশ। যুগান্তরের বিশেষ প্রতিনিধি হোসাইন জাকির পত্রিকাটিতে প্রধান প্রতিবেদক এবং প্রথম
আলোর সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম মন্টু বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন। ইতিমধ্যে ৩০ জন রিপোর্টার
যোগ দিয়েছেন বলে জানা গেছে।
দৈনিক সকালের খবরের তারিক উল ইসলাম যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে
যোগ দিয়েছেন। এখনো বার্তা সম্পাদক হিসেবে যোগ দেননি। তবে যুগ্ম সম্পাদক
মাহমুদ আনোয়ার নিজেই আপাতত বার্তা সম্পাদকের কাজ চালিয়ে নেবেন বলে পত্রিকার সংশ্লিষ্টরা
জানিয়েছেন।
এ ছাড়াও পত্রিকাটিতে বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন দৈনিক
যুগান্তরের বিশেষ প্রতিনিধি শাহনেওয়াজ করিম ও নয়া দিগন্তের ফজলুল হক শাওন। সিনিয়র রিপোর্টার হিসেবে
যোগ দিয়েছেন দৈনিক সকালের খবরের উবায়দুল্লাহ বাদল, যুগান্তরের হাসান আজাদ, আমার দেশের রিয়াজ চৌধুরী
ও নেসারউদ্দিন আহমদ, দৈনিক ডেসটিনির নাঈম উল করিম, শফিক কলিম ও আজিজুল ইসলাম মামুন, বাংলাদেশ প্রতিদিনের আলমগীর হোসেন ও মানবজমিনের হাসান শাফিঈ। স্টাফ রিপোর্টার হিসেবে
যোগ দিয়েছেন যায়যায়দিনের মিজান রহমান ও মাহবুব মাসুম, ভোরের কাগজের রিয়াজ উদ্দিন, মানবকণ্ঠের জুবায়ের
চৌধুরী ও আফরোজা নাজনীন, আমাদের সময়ের সাজ্জাদ
মাহমুদ খান, যুগান্তরের দীপক দেব ও নিপু বড়–য়া, শফিক বাশার, জোবায়দা শারমীন, হামিদ সাব্বির, এস এম মাহবুবুর রহমান, জাহিদুল ইসলাম ও ডেসটিনির সাজিদা ইসলাম পারুল।
পত্রিকার অফিস করা হয়েছে রাজধানীর পান্থপথে। সংশ্লিষ্টরা জানিয়েছেন
১৬ পৃষ্ঠার এ পত্রিকার দাম হবে ৫ টাকা। মার্চ মাসে পত্রিকাটি বাজারে আসার জন্য প্রস্তুতি থাকলেও শেষ
পর্যন্ত তা সম্ভব না হওয়ায় চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বাজারে আসতে পারে।