এটিএন বাংলার শফিকুলের হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
নান্দাইলনিউজ ডেক্স :
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার জ্যেষ্ঠ
ক্যামেরাম্যান শফিকুল ইসলাম ওরফে মিঠু (৪০) হত্যা মামলার রায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের
আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর
দায়রা জজ মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।
মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি হলেন—মো. সুজন, মো. রতন ও মো. রাজু।
২০১০ সালের ৯ মে সকাল ১০টার দিকে তুরাগ থানার
রোস্তমপুর বেড়িবাঁধ সড়কের পাশের ঢাল থেকে মিঠুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মিঠুর ভাই রহমতুল ইসলাম তুরাগ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় ওই বছরের ৩১ অক্টোবর চারজনের বিরুদ্ধে
পুলিশ অভিযোগপত্র দেয়। ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি আদালত আসামিদের
বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে আসামি রাহাত কথিত
‘বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে আদালতকে জানানো হয়েছে। এটিএন বাংলা থেকে জানানো হয়, শফিকুলের বাবার নাম
সিরাজুল ইসলাম। তাঁদের বাসা ১৫৩২/এ কাওলা মধ্যপাড়ায়। শফিকুল ২০০৫ সাল থেকে এটিএনে কর্মরত ছিলেন। এর আগে তিনি বিটিভিতে কাজ করতেন।
(সূত্র- প্রথম আলো)
বিস্তারিত জানতে ক্লিক করুন - www.dhakatimes24.com
ReplyDeleteবিস্তারিত জানতে ক্লিক করুন Visit our Website
ReplyDeleteবিস্তারিত জানতে ক্লিক করুন Visit our Website
ReplyDelete