প্রথম আলো অনলাইন এখন ম্যালওয়্যারমুক্ত
নান্দাইলনিউজ ডেক্স :
রোববার
সকাল নাগাদ স্বাভাবিক হয়ে আসবে `প্রথম আলো’র অনলাইন সংস্করণ। কোনো রকম বিড়ম্বনা ছাড়াই জনপ্রিয় ওয়েব ব্রাউজার
মোজিলা ফায়ার ফক্স কিংবা গুগল ক্রোমেই ভিজিট করা যাবে এই নিউজ পোর্টালটি।
সেলিম খান জানান, অফিসের কোনো একটি কম্পিউটার থেকে ম্যালওয়্যার ছড়িয়ে পড়ায় শনিবার দুপুর থেকে সাইটটি
উইন্ডোজ এক্সপ্লোরার ছাড়া দেখা যাচ্ছিল না।
ইতিমধ্যে ম্যালওয়্যার সরিয়ে ফেলা হয়েছে জানিয়ে
তিনি বলেন, “আমরা এ বিষয়ে গুগল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ
করেছি। তারা ওয়েবস্ক্রিপ্ট আপডেট করলেই এ সমস্যা কেটে যাবে।”
সেলিম খান আরও জানান, প্রথম আলো ওয়েব ঠিকানায় গেলে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারের নিচের
দিকে একটি বার্তা দেখানো হচ্ছে। এই বার্তায় সম্মতিসূচক
ক্লিক করেও সাইটটি দেখা যাচ্ছে।
প্রথম আলো ওয়েবসাইটের আজকের এই জটিলতা কোনো
হ্যাকিংয়ের ঘটনা নয় বলে তিনি জানান।
No comments:
Post a Comment